Bharat Net: গ্রামে গ্রামে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দিতে প্রায় ১৩৯ লক্ষ কোটি বরাদ্দ করল ভারত সরকার

দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট কানেকশন পৌঁছে দেবার জন্য অর্থাৎ Bharat Net- পরিষেবা সারাদেশের সমস্ত গ্রামে পৌঁছে দিতে ১,৩৯,৫৭৯ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে ভারত সরকার। আশা করা হচ্ছে Bharat Net আগামী দু বছরের মধ্যে সারাদেশে ৬.৪০ লক্ষ গ্রামে ইন্টারনেট কানেকশন পৌঁছে দেবে। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতের ১.৯৪ লক্ষ গ্রামে ইন্টারনেট কানেকশন পৌঁছে দিয়েছে Bharat Net। Bharat …

Comments